শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৭ মার্চ ২০২৫ ২০ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শিক্ষা হোক বা ক্রীড়া-সাংস্কৃতি, সর্বক্ষেত্রেই সাফল্যের নজির রেখে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুরের পড়ুয়ারা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় চমৎকার ফলাফল করেছে। ১৯ জন ছাত্র-ছাত্রী জিতেছে স্বর্ণপদক। কলকাতা ট্যালেন্ট সার্চ স্কুল প্রতিযোগিতায় অঙ্কন বিভাগে প্রথম হয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুরের পঞ্চম শ্রেণির ছাত্রী। ক্যারাটে প্রতিযোগিতাতেও পঞ্চম শ্রেণির ছাত্রীর সাফল্য স্কুলকে গর্বিত করেছে।
একনজরে পড়ুয়াদের সাফল্যেরই খতিয়ান-
* টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুরের শিক্ষার্থীরা বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় চমৎকার রেজাল্ট করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অলিম্পিয়াড পরীক্ষার বিভিন্ন বিভাগে ১৯টি স্বর্ণপদক জিতেছে।
* প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ছাত্রী আদ্রিকা সিংহ গত ১৪ অক্টোবর দমদমা অমলবন্ধু বিদ্যানিকেতনে 'কলকাতা ট্যালেন্ট সার্চ স্কুল' কর্তৃক আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
* গত ২২ ডিসেম্বর কলকাতায় AISSKA আয়োজিত পঞ্চম ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পঞ্চম শ্রেণির ছাত্রী স্বাগতা গাঙ্গুলি প্রথম স্থান অর্জন করেছে।
টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের গঙ্গারামপুর শাখাটি দক্ষিণ দিনাজপুর জেলার সদর গঙ্গারামপুর শহরে প্রতিষ্ঠিত। স্কুলটিতে শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা সজ্জিত লোখাপড়ার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই আছে সুসজ্জিত লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব, অডিও ভিজ্যুয়াল ক্লাস-রুম, খেলার মাঠ, সুইমিং পুল, ক্যান্টিন।
শুধু লেখাপড়াই নয়, পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশে এই স্কুলে শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপ, যেমন- নাচ, গান, যোগব্যায়াম, খেলাধুলা, সাঁতার, শিল্প ও কারুশিল্পের পাশাপাশি কুইজ, বিতর্ক, বক্তৃতা, এক্সটেম্পোর, ফটোগ্রাফি, সাংবাদিকতা-সহ নানা বিষয়ে উৎসাহ দেওয়া হয়। টেনকো গ্রুপের স্কুলগুলিতে প্রতিটি পড়ুয়াকেকে 'মূল্যবোধ ভিত্তিক শিক্ষা' সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। 'বিশ্লেষণাত্মক অধ্যয়ন' এবং 'সমালোচনামূলক চিন্তাভাবনা'র উপর বিশেষ জোর দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে 'সামাজিক দায়িত্ববোধ' বিকশের জন্য স্কুলের নজর রয়েছে।
পড়ুয়াদের বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম পরিদর্শন করানোর পাশাপাশি সামজিক দায়বদ্ধতা বিকাশের লক্ষ্যে তাদেরকে দিয়ে গ্রামবাসীদের মধ্যে কম্বল বিতরণও করানো হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সর্বোত্তম সুযোগ প্রদানের জন্য একদল নিবেদিতপ্রাণ শিক্ষক এবং প্রশাসনিক কর্মী সর্বদা নিয়োজিত থাকেন। এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হল একটি শিশুর ব্যক্তিগত চাহিদা পূরণ করা, যার মাধ্যমে শিশুটির জ্ঞানের ভিত্তি শক্তিশালী হয়।
দেশে একটি অনন্য অত্যাধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ভিত্তিক ব্যক্তিত্ব তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।